জন্ম জন্ম অভাব -
ভাঙা নদী আরও ভেঙে যায়
স্বপ্ন দেখা তবুও ছাড়ে না
অশ্রুর বারান্দায় বন্যা চিরকাল।
শ্রাবণের সন্ধ্যায় বৃষ্টি নামে
খেটে খাওয়া মানুষ নতজানু হয়
পরাজিত সৈনিকের মতো অর্ধমৃত জীবন
জ্যোৎস্নায় ডুবে যায় রংচটা শরীর।
মানুষ খাটতে ভয় পায় না -
তেষ্টায় গলা শুকিয়ে যায় তবুও খেটেই চলেছে
মুখ থুবড়ে পড়ে আছে অনাগত সুখ
গলা দিয়ে রক্ত ওঠে তবুও অদৃষ্টে সুখ লেখা নেই।
ভরা শ্রাবণে ভেসে যায় গরীবের জমিন
খেটে খাওয়া মানুষ চিরকাল বঞ্চিত
রক্ত ঘাম হয়ে যায় সভ্যতার নীল আঁধারে।
******
রচনাকাল -
৮ই আগস্ট ২০২৪