বুকের পাঁজরে কবিতার লাইনগুলো শুয়ে আছে
ভোর বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে কবিতার হ্রদ
অক্ষরের সমুদ্রে ওঠে শব্দের কোলাহল -
কলমের আঁচড়ে সৃষ্টি হয় একটার পর একটা অলৈকিক কবিতা।


কবিতার হ্রদে যে যত বেশী দিনটিকে থাকবে সেই বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে
নইলে হারিয়ে যাবে অদক্ষ নাবিকের মতো অতল সাগরে
মুছে যাবে তার সৃষ্টি, ধূসর পাণ্ডুলিপির মতো মলিন।


শব্দের বর্ণমালা খেলা করে হৃদয়ের উপত্যকায়
শুরু চয়ন করতে হয় সঠিক সাহিত্য উপযোগী শব্দ
কবিদের সাহিত্য জীবন বড়ই অনিশ্চয়তার ভরা
কে কখন হারিয়ে যাবে কেউ জানে না।


কবিতার হ্রদে ডুবে আছে সাহিত্যের ঈশ্বর
ক্ষণজন্মা মানুষ, কবিরা তার ব্যতিক্রম নয়
কলমের আঁচড়ে সাদা পাতায় জন্ম নেয় কবিদের স্বপ্নের সওদাগর।


             ********


রচনাকাল  - ০৯|০৫|২০২২