হাসছে আকাশে কোজাগরী চাঁদ
নিলাম হয়েছে সুখ
শিউলি ফুলের গাঁথা মালায়
ভুলেছি সকল দুখ!


কাঁসর বাজে ঘণ্টা বাজে
বাজে শঙ্খ ধ্বনি
আকাশের বুকে বিরহের মেঘ
জয়মা লক্ষ্মী শুনি!


তোমার কৃপায় সোনার ফসল
কৃষকের মুখে হাসি
ঘরে ঘরে নবান্ন ভোর
বিদায় বোলোনা - আসি!


সবুজের বুকে লেগেছে রঙ
সোনালী হাসিতে ভরা
দুমুঠো অন্ন দুবেলা পাই
দাওমা এসে ধরা!


সারাটা বছর তোমার প্রতীক্ষায়
জীবনের গান গাওয়া
গোলাভরা ধান দিলেই হবে
এইটুকু শুধু চাওয়া!


    ****