ভাঙা ভাঙা মেঘের ফাঁকে জ্যোৎস্না চাঁদ উঁকি দেয়
কোজাগরী পূর্ণিমার আলোয় খুবই মায়াময় লাগে চরাচর
মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত সকল গৃহবধূরা –
সারাদিনের উপোষ শেষে লক্ষ্মী মাকে অঞ্জলি দেন সবাই।


নবান্ন উৎসবের আর বেশি দেরী নেই
মা লক্ষ্মীর কৃপায় ঘরে আসবে সোনালী ফসল
মাঠে মাঠে গর্ভবতী ধানগাছগুলো লজ্জায় নত
খুশি ঝরে পড়ছে গ্রাম বাংলার কৃষক পরিবারে!


হিমেল বাতাসে ছড়িয়ে পরে শিউলি গন্ধ ...
ভোরের শিউলি ভেজা ঘাসে জেগে উঠছে মধুর ধ্বনি
কোজাগরী পূর্ণিমা রাতে দিগন্তের নিস্তব্ধতা ভেঙে দেয়
মায়ের গানে মুখোরিত হয় হেমন্তের আকাশ বাতাস।


মা দুর্গা ফিরে গেছে আপন আলয় কৈলাসে
সময় থেমে থাকে না তার নিজস্ব গতিতে –
মায়ের জয়ধ্বনিতে উদ্বেলিত হয় বিশ্ব সংসার
মায়ের কৃপায় সবার ঘরে যেন সুখ শান্তি বিরাজ করে!


        **********