হিমেল হাওয়া শীতের দুপুর
টগর গোলাপ জুঁই
শিশির ভেজা শিউলি চাঁপা
নরম রোদে শুই।


শীতের আমেজ লাগছে গায়ে
চড়ুইভাতির মজা
পিঠে পায়েস নলের গুড়
রসের হাড়ি খোঁজা।


কুয়াশা মাখা ভোরের আলো
ছড়ায় মায়াবী ফাঁদ
আঁধার রাতে পাবে না খুঁজে
কোথায় জ্যোৎস্না চাঁদ!


গরম পোশাক অলস বিকেল
হাতে ঘুড়ি লাটাই
আকাশ জুড়ে প্যাচ লেগেছে
যে যার মগজ খাটাই।


চিড়িয়াখানা বাঘ সিংহ
কুমীর জিরাফ হাতি
শিশুদের সাথে মা বাবারাও
করছে মাতামাতি।


ময়দান আর মনুমেন্টটা
নয়তো আজও একা
বাড়ছে ভিড় ভিক্টোরিয়ায়
যাদুঘরও নয় ফাঁকা!


বইমেলাতে বইয়ের গন্ধ
পাবে না কোথাও আর
শীতের শহর মজার শহর
কোলকাতা তুমি কার!


    *****


রচনাকাল - ০২/১১/২০২১