শীতের রোদ্দুরে মৌতাত নিতে নিতে মানুষ স্বপ্ন দেখছিল
হঠাৎ পশ্চিমী ঝঙ্কার অশনি সংকেত...
বিষাদ জীবনে একটুও সুখ নেই।


বেনোজল ঢুকতে ঢুকতে শরীরে ধরেছে পচন
আকাশ জুড়ে ঘন কালো মেঘের দৌরাত্ম্য
সবুজের বুক চিরে বেরিয়ে আসতে চাইছে একমুঠো কান্না।


শিশির বিন্দুর প্রতিটি ফোঁটার সাথে মিশে যাচ্ছে অনাহূত বৃষ্টি
ফসলের মাঠ, ফুলের সৌরভ সবই ভিজে একাকার
ভোরের আলো ক্রমশ বিবর্ণ হয়ে যায় অকাল বর্ষণে।


মারণ রোগের সাথে লড়াই করতে করতে সব্বাই ভীষণ ক্লান্ত
কল্পতরুর সন্ধান কখনো কী পাবে অসহায় মানুষ
উদভ্রান্ত জীবনে কষ্টের কলরব অব্যাহত।


শীতের রোদ্দুর আজ গ্রহণের কালো দাগ
প্রকৃতির খেয়ালে ভেসে যায় সুখের সমীকরণ
সুসময়ের প্রতিক্ষায় আজও, বেঁচে থাকার লড়াইটা ছাড়বে না কখনো মানুষ।


              *******


রচনাকাল - ১২/০১/২০২২