হিসাবের খাতা পূর্ণ করেই পাবে শুধুই শূন্য
হৃদয় আকাশ বৃহৎ হলেই তবেই মিলবে পুণ্য!


পাকা খাতা কাঁচা খাতায় আছে মহা বিপদ
দু’নৌকায় রাখলে পা মিলবেনা কোনো সম্পদ!


গরীব মানুষ কলুর বলদ রক্ত চুষে খাও
কাঁচা খাতায় হিসাব রেখে মধুই লুটে নাও!


বিধাতা পুরুষ নীরবে হাসে দেখে খাতার বহর
কাঁচা পাকায় পড়বে ধরা যাবে তোমার নজর!


ফাঁকি দিলেই পড়বে ধরা হবে না শেষ রক্ষা
ফতুর হবে কালো টাকাও করবে শেষে ভিক্ষা!


গরীব মানুষ পায়না খেতে দুবেলা দুমুঠো ভাত
ধনীরা ওড়ায় দুহাতে টাকা ফুর্তিতে কাটায় রাত!


        **********