শীতের ভোর, পানিফল তুলছে একদল নারী
কোথাও হাটু জল, কোথাও বা এক কোমর
ঠান্ডায় শরীরের নিম্নাংশ হয়ে যায় বরফের মতো।


কঠিন জীবন, ঘরেতে উঁকি মারে নিদারুণ অভাব
অনিচ্ছায় জলে নামতেই হয় পরিবারের মুখ চেয়ে
কমপক্ষে তিন চার ঘণ্টা ঠান্ডা জলে পানিফল তুলতেই হয়।


পানিফল খায় মানুষ, কিন্তু ঠান্ডার কষ্টটা ক'জন অনুভব করে
বড় কষ্ট করে তুলতে হয় এই জলজ ফসলকে
এই কাজে পুরুষ মানুষের সংখ্যা খুবই কম ।


পরিশ্রমটাই যখন একমাত্র সম্বল তখন আর উপায় কী
বেশিরভাগ সবজি বা ফসল শুকনো মাঠে বা গাছে ফলে
কিন্তু পানিফল জলেই জন্ম, আর এটা শীতেই পাওয়া যায়।


অভাব যখন জানালা দিয়ে ঢোকে তখন ঠান্ডা আর গরমে কী তফাৎ
যে কোনো জায়গায় কাজ করতে দ্বিধা কেন করবে মানুষ
সুখী জীবন নাই বা হল, দুবেলা দুমুঠো অন্ন জুটে গেলেই যথেষ্ট।


               *******


রচনাকাল - ০১|১২|২০২১