মাথার উপর ইটের বোঝা
বইছি সারাটা দিন
ইট ভাটাতেই জীবন মরণ
বাড়ুক যতই ঋণ!


চিমনী দিয়ে উড়ছে ধোঁয়া
জীবন ধোঁয়ায় ভরা
মাটির ধুলো ময়লা পোশাক
কাটবে দুখের খরা?


ভোরের আলোয় নদীর থেকে
কাদা মাটি তোলা
সেই কাদাতেই গড়বো ইট
জীবন কলার ভেলা।


ভাঙা ইটের ছোট্ট ঘরে
কষ্টে ভরা জীবন
রোদ বৃষ্টি বারো মাসই
লেখা দুখের মরণ!


শ্রমিকের শিশু উলঙ্গ ঘোরে
অপুষ্টি তার মুখে
ইট ভাটারই শ্রমিক জীবন
থাকবে কবে সুখে?


   ****


রচনাকাল – ২৭/১০/২০২১