মনে মনে এঁকেছি কষ্টের নীল সাগর ...
সেখানে জীবনের রঙ ক্ষণে ক্ষণে বদলে যায়
ভালোলাগা মুহূর্তগুলো কেমন মিলিয়ে যায় নীলাকাশে!


বিষণ্ণ গোধূলি ছুঁয়ে থাকে চোখের কাজল ...
সূর্যের সমস্ত আলো গলে যায় নীল চোখের তারায়
ভালোবাসার স্বনালী সন্ধ্যায় স্বপ্ন নামে!


মেকি হাসিতে ভরে ওঠে সবার উজ্জ্বল মুখ
দেখে বোঝবার উপায় নেই কে কতটা সুখী
হাজার ওয়াটের আলোয় জ্বলজ্বল করছে সব্বার চোখ!


বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে সব্বাই ...
কষ্টের নীল সাগরে ডুব দিলেই দেখা যায় নগ্নতা
এক বুক কষ্ট নিয়ে সব্বাই হাসছে হা হা হা হি হি হি !


কেউই বুঝতে দেয়না তার যন্ত্রণার নীরব কথা
চোখের কাজলে থমকে দাঁড়িয়ে তৃতীয়ার মরা চাঁদ
আলো আঁধারই অন্ধকারে হয়তো বা কারো চোখ ভিজে ওঠে অজান্তে!


          ******