কবিতা  -  কথা দাও
********************


আসবে আবার ফিরে, কথা দাও
ভালোবাসার ঋণ যে অনেক বাকি
সমুদ্র স্নানে গার্হস্থ্য সুখ মেলে
মনের প্রশান্তি সেও কারো জানা নেই।


হাসনুহানার গন্ধে জেগে ওঠে বাতাস
তোমার শরীরী ঘ্রাণে বসন্ত উৎসব
ভালবাসার বর্ণমালায় লেখা হয় বৃষ্টি কাব্য
ওষ্ঠে জড়িয়ে নিলে আমরা দস্যু শরীর।


কথা দাও, জীবনের গানে লিখবে স্বরলিপি
নির্জন সৈকতে দুজনে হাঁটবো আবার
অন্ধ পিপাসায় বুক ফেটে যাবে
দিও তৃষ্ণার সরোবরে ডুবতে ...


অন্ধকার আঁচলে বাঁধা এ জীবন
পারবে কখনো ভুলে যেতে এই বদ্ধ পাগলকে
অলীক সেতুতে দাঁড়িয়ে আছে স্বপ্নের রথ
যুগে যুগে আসবে, কথা দাও!


            **********


রচনাকাল  -  ১৩|০৫|২০২০


**********************
      কবিতা  -  ওরাও মানুষ
**********************


পৃথিবীর সব জনবহুল শহরের রাস্তা এখন ঝিমিয়ে আছে
ফুটপাতে যে এতো ভিখারী থাকতো তারা গেল কোথায়
কেমন যেন সব কর্পূরের মত উবে গেছে।


আমরা সবাই জানি ভিখারীদের ঘরবাড়ি নেই
তবুও তারা বেঁচে আছে, কোথায় আছে?
ভিখারীগুলো কী কবিতা হয়ে গেছে
কবিতার পাণ্ডুলিপি যেমন ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়
তেমনি কী তারা হারিয়ে গেছে!


ফুটপাতে ভিখারী নেই, হকার নেই
এদের উচ্ছেদ করতে কত মিছিল মিটিং আন্দোলন ...
এখন পৃথিবীর সব ফুটপাত খাঁ খাঁ করছে।


যারা যাযাবর তাদের দূর ছাই করতো সব্বাই
তারাও যেন হাওয়ায় মিলিয়ে গেল
এরা সব্বাই নিরাপদে আছে তো?


দুমুঠো অন্ন কিংবা বাসস্থান পাচ্ছে তো ওরা
এতো প্রশ্ন ভিড় করছে হৃদয়ের গভীরে  -
আজ যেন ঐ সব মানুষের জন্যেও বড্ড বেশী কষ্ট হচ্ছে।


               **********


রচনাকাল  -  ০১|০৫|২০২০