মানুষ জনম যাবে বৃথা
ভাবছো নাকি সবাই  
নরকের পথে দিওনা পা
হবে তোমরা জবাই।


ছোট্ট জীবন হামাগুড়ি দেয়  
খুঁজছো অলীক সুখ
ঠকিয়ে তুমি পার পাবেনা
আয়নায় দেখো মুখ!


সময়ের স্রোতে সব হারাবে
রেখো কথার দাম
দুঃসময়ে থাকবে না কেউ
যতই করো রাম নাম।


ঝড়ের বেগে আসছে ধেয়ে
প্রকৃতি কেমন চুপ
প্রাণভোমরা নেবেই কেড়ে
ধ্বংসের দেখোনি রূপ!


সরল মানুষ আজ অসহায়
মরা জ্যোৎস্না চাঁদ
মুক্তির পথ গেছে হারিয়ে
কথায় মায়ার ফাঁদ!


      *******


রচনাকাল -  ২০/০৫/২০২১