পৌষ মাস, তবুও শীত হয়েছে উধাও
ট্রেনে কিংবা বাড়িতে সর্বত্র বনবন করে ঘুরছে পাখা
যেন চৈত্রের কাঠফাটা দুপুর...


বসন্ত আসেনি, তবুও যেন বসন্তের ছোঁয়া
প্রকৃতির বিরুপ আচরণে হতবাক সব্বাই
সবার মুখে একটাই প্রশ্ন, কোথায় গেল শীত?


মানুষ ঘামছে দরদর করে -
ফ্রীজ খুলে ঢগঢগ করে খাচ্ছে ঠান্ডা জল
ছয় ঋতুর বৈচিত্র কী কমছে দেশ থেকে।


নদী থেকে জল, আকাশ থেকে মেঘ
শীত কিংবা বর্ষায় কমে যাচ্ছে শীত, বৃষ্টি -
গালে হাত দিয়ে ভাবছে কবি, সাহিত্যিক, বিজ্ঞানীরা।


অবুঝ মানুষ, চতুর মানুষ  -
সব জেনেও না জানার ভান করছে সব্বাই
ধ্বংস করছে প্রকৃতি, নদী হচ্ছে বন্ধ্যা, এ দায় নিতেই হবে মানুষকে।


             *********


রচনাকাল  - ০৯/০১/২০২১