পথ কখনও ঘুমোয় কী
ঘুমোয় কখনও রাত
ঘুমিয়ে আছে অবোধ মানুষ
পায় না দু'মুঠো ভাত।


অনেক রাত বিনিদ্র কাটে
হারিয়ে গেছে হাসি
মরা ঝিনুকে পাবে না মুক্তো
জীবন হয়েছে বাসি।


পথের প্রান্তে আছে ঘুমিয়ে
লক্ষ কোটি প্রাণ
পথই ওদের দেবে পাহারা
বিধাতার মহা দান।


বাতিল মানুষ বিষাদ বাতাস
শিশির ভেজা ঘাস
নিঃশ্বাস ভরে বাতাস নেবে
তোমরা যে ক্রীতদাস!


পথেই জীবন পথেই মরণ
মাথায় ঠেকাও মাটি
ঘুম হারিয়েছে ক্লান্ত মানুষ
হৃদয়টা আজও খাঁটি।


       *****


১২ই নভেম্বর ২০২২