স্পর্শে তোমার দিলাম আমি একটা আকাশ
কৃষ্ণ মেঘে খুঁজে বেড়াই সোহাগ বাতাস।


নরম শরীর গরম শরীর হয়ো না অসাবধান
মেঘ চন্দন শরীর খেলায় রেখো না ব্যবধান।


ফুলের মেলায় আছে অনেক জুঁই চামেলি টগর
মধ্য রাতে ঘুরে বেড়ায় বেহিসেবি নাগর।


চোখের তারায় নষ্ট সময় শুকতারা জেগে রয়
অজানা পথে দিয়েছি পাড়ি কাউকে নেই ভয়।


বুকের মধ্যে রামধনু রঙ চোখে স্বপ্ন কাজল
জোনাক জ্বলে মিটিমিটি  রাত্রি হচ্ছে পাগল।।


             ********