চাবুকের গায়ে             রক্ত লেগে
             চাবুক লজ্জা পায়
ক্ষত বিক্ষত              চাষির শরীর
         সবই গরীবের দায়!


ঋণের বোঝা             হয়নি শোধ
           চাষের জমি মরা
মাঠের ফসল            শুকিয়ে খড়
       ফসলি জমিতেও খরা!


আসল টাকা              সুদের সুদ
         লাফিয়ে শুধুই বাড়ে
হিসেবে আছে             কত গরমিল
           সুদই নজর কাড়ে!


একমুঠো ভাত             দেয়না কেউ
             হৃদয় হয়েছে ভগ্ন
সারা শরীরে               চাবুকের দাগ
        গরীবকে করেছে নগ্ন!


গরীবের ঋণ               শোধ হবে
            এমন ভরসা কই
চাবুক মারোনা            যতই তোমরা
            ক্রীতদাস মোরা নই!


                   ****