প্রতিকূল স্রোতে সাঁতার কেটে
সবাই হয়েছে ক্লান্ত
তবুও জীবন অনাহুত নয়
মানুষ কেন উদভ্রান্ত।


কষ্ট করে বাঁচুক জীবন
মানুষ নয় যন্ত্র
সুখের ঠিকানা কষ্টেই মেলে
বাঁচার এটাই মন্ত্র!


চোখে আঁধার জীবন বাজি
স্বপ্ন বুকে আঁকি
চোখের কাজল যাক শুকিয়ে
ঋণ এখনও বাকী!


বাঁচার স্বপ্ন চুরি করে
মহাজনের বন্দকী খাতা
আসলের উপর সুদের বোঝা
জীবন যেন যাঁতা!


কলুর বলদ গরীব মানুষ
মুখেই ওঠে রক্ত
সারাটা জীবন ঘানি টেনেই
হৃদয় হয়েছে শক্ত!


এক জীবনে সুখের খোঁজে
ডাকলো এসে মরণ
হাত বাড়িয়ে কালের স্রোতে
ভাসলো এই জীবন!


    ****