হৃদয়ের জানালায় পশ্চিমী মেঘ থমকে দাঁড়িয়ে
ঠোঁটের শুষ্ক হাসিতে বেদনার আলপনা আঁকা
শ্রাবণের পড়ন্ত বেলায় বিষণ্ণতার কালো মেঘ
অবুঝ কথারা ব্যাকুল প্রতীক্ষায় প্রহর গুনছে।


নারী শরীরে জলপ্রপাতের শব্দ শোনা যায় -
ভালোবাসার চর জাগছে হৃদয়ের অলিতে গলিতে
খরস্রোতা নদীর মত বয়ে চলেছে নারীর অন্তরাত্মা
সুখ চাওয়া জীবনে শুধুই সুখ পাবে না কখনোও।


শ্রাবণের অঝোর ধারায় ভিজছে অকথিত কুমারী নদী
ফ্রক কেমন করে শাড়িতে পরিণত হল জানে না নারী
যুবতী শরীরে ভালোবাসার আকুতি উচ্ছল নদীর মত
নারীও জেনে যাবে তার শরীরে এসেছে কদম ফুলের সুবাস।


রাতের নীরবতা ভেঙে ঝাউবনে ওঠে তুমুল ঝড় ...
পূর্ণিমা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ভালোবাসার সঙ্গম মোহনা
জোনাকির দল রাত পাহারা দেয় শুধু তোমার জন্যে নারী
ভালোবাসার সিংহ দুয়ারে আজ যে বড় মিলন উৎসব।


        ******