যৌবন যখন যাবে পেরিয়ে
লাগবে সবার লাঠি
পায়ের শক্তি হবে অচল
দুপা শুকিয়ে কাঠি।


নিজের শরীর করলে সাঁকো
সন্তান রাখলে বুকে
সেই সাঁকোতে দাঁড়িয়ে সবাই
থাকলো কতো সুখে।


এখন তোমার অশক্ত শরীর
লাঠি ছাড়া অচল
কান্না তুমি লুকিয়ে রেখে
থাকবে ভাবছো সচল!


জন্ম ভিটে আঁকড়ে ধরে
রাখবে ভেবেছো তুমি
সন্তান চায় কোটি টাকায়
বেচবে বসত ভূমি।


বার্ধক্যে মানুষ হয়েছে বোবা
সন্তান বোঝেনা কষ্ট
লাঠি ছাড়া নেইতো গতি
ভালোবাসা সবই নষ্ট!


     *******


রচনাকাল - ২৭/১১/২০২০