ভুল থেকে শিক্ষা নেবে মানুষ -
বোকা রোদ্দুরও জেনে গেছে দুঃসময়ের কথা
মানুষের এখনও ফেরে নি হুশ!


ফুলের কুঁড়িও শুকিয়ে যায় অনাদর অবহেলায়
শরতের মেঘের মতো খেয়ালি জীবন হলে চলবে না
বাঁচার জন্য চাই নিজের ভেতরের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা।


জীবনটা তুচ্ছ নয়, ঠোঁটের কোণের আলগা হাসিটা চিরদিন থাকুক
দুঃখের নদীটা সাঁতরে পার হলেই সুখের সাগরে ভাসা যায়
জীবনে দুঃসময় আসবে, মোকাবিলা করতে হবে নিজেকেই।


একটু একটু করে কেটে যাচ্ছে দুঃস্বপ্নের রোদ্দুর -
খড়কুটোর মত ভেসে আছে পৃথিবীর অর্ধেক মানুষ
লবণাক্ত জীবন থেকে মুক্তির আঙিনায় বসতে চাইছে সব্বাই।


প্রভাতের রঙ যে এতো সুন্দর মানুষ ভুলেই গেছে
সবুজ প্রান্তর জুড়ে এতো  অপরূপ সৌন্দর্য আগে যেন কেউ দেখে নি
দুঃসহ জীবন পেরিয়ে মানুষ আবার আগের মতোই খুশির গান গাইছে।।


            ******


রচনাকাল  - ১৮|০৮|২০২১