হলুদ শাড়ি নীল শাড়ি
সবই এখন ভিজে
ভিজে তোমার দীঘল চুল
ভিজে চোখের পাতা।
তুমি এখন ভিজে
আগুন ভেজা শরীর
তুমি একটা নারী।
হলুদ শাড়ি নীল শাড়ি
সবই  ভিজে একসা
বন্ধ চোখ ভিজছো তবুও
আগুন আগুন আগুন ...
যুবতী আঁচল মাটিতে লুটায়
হুঁশ নেই তো কোনো।
লাজুক আকাশ চোখ ফিরিয়ে
মানুষও রক্ত মাংসের -
চোখ পুড়ে যায়
মন পুড়ে যায়
আগুন নেভে কই
বৃষ্টি হোক মুষলধারে
বৃষ্টি ডোবাক শরীর
শরীর থেকে যাক খুলে যাক
নীল হলুদ শাড়ি
সত্যি কথা বলছি এখন
পুরুষ নষ্ট পুরুষ!


    ****