হাতের তালুতে জীবনের ভবিতব্য লেখা
পাপ পুণ্যের হিসেবের খতিয়ান থাকে অদৃশ্য
ঈশ্বর ঐ খাতা কাউকেই দেখতে দেয় না।


অলীক সুখ প্রদীপের শিখার মতো মিটিমিটি জ্বলে
কখন যে দমকা হাওয়ায় নিভে যাবে কেউ জানে না
ফসিল শরীর সময়ের স্রোতে হারিয়ে যায়।


মহাকাব্যের নায়কের মতো মাথা উঁচু করে করে বাঁচতে চায় সব্বাই
বসন্তের রোদ্দুরে পুড়ে যাচ্ছে মানুষের হৃদপিন্ড
কার কপালে কী লেখা আছে কেউ বলতে পারে না।


ভাগ্যরেখায় কারুর উত্থান আবার কারুর পতন অনিবার্য
গরীব থেকে ধনী আবার ধনী থেকে গরীবের কাহিনী সবারই জানা
হিসেবের খাতায় কোনো গরমিল রাখবেই  না ঈশ্বর।


মুখ থেকে খসে যাচ্ছে মানুষের মেকি অহংকার
গিরগিটির মতো রঙ পাল্টে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ছে
কিন্তু হিসেবে একটু এদিক ওদিক হলেই লাল কালিতে ভরে উঠবে জীবনের খাতা।


            **********


রচনাকাল - ২৪|০৩|২০২১