দিশাহীন ভাবে ছুটছে হরিণী ঠিকানা অকুলস্থল
সোনার হরিণী ভেবে আমার চোখ দুটি নদী জল।


চোখে কাজল লাগিয়ে হয়েছো রাতের উর্বশী
বাড়িতে আছে অনাহার পেট দেখলো না পাড়া পড়শি।


সমালোচনায় মুখর হল সকাল থেকে রাত
বাঁকা হাসি হেসে পড়শি বললে ঘরে নেই একটুও ভাত।


চাঁদ ডুবে যায় ভোর আকাশে ফেরে নি এখনও বাড়ি
মায়ের দু’চোখে মরা নদী হাঁটে চলে গেছে শেষ গাড়ী।


লাশ কাটা ঘর গন্ধ ছড়ায় শহর থেকে গ্রামে
দাওয়ায় বসে মায়ের দু’চোখে ঝর্নার জল নামে।


                 ********