একমুঠো অন্ধকারে শুয়ে আছো তুমি
তোমাকে নিয়ে চলছে মোমবাতি মিছিল
তুমি ডাক্তার -
তবুও তুমি লাশকাটা ঘরে।
তোমার শরীরে গভীর ক্ষত চিহ্ন
রক্তাক্ত নারীর অধিকার -
সভ্যতা আজ মুখ ফিরিয়ে কেন?
শ্রাবণের ধারায় ভেসে যায় রক্ত স্রোত
মানুষ কবে সভ্য হয়েছে -
আজও নারীরা অরক্ষিত, আশ্রয়হীন
নীল জোছনার আলোয় স্বপ্ন পুড়ে ছারখার।
তুমি কী জানো তোমার নিথর দেহকে নিয়ে রাজনীতি হয়?
মরার পরও শান্তি নেই -
এ কোন দেশ, সভ্যতার আঙিনায় নারীরা চিরকাল রক্তাক্ত হয়?
******
রচনাকাল -
১১ই আগস্ট ২০২৪