লুকিয়ে আছে হৃদয় মাঝে
ভালো মানুষের বেশ
ঘুমিয়ে আছে চিতার আগুণ
লোভেই হবে শেষ।


              নষ্ট রোদে যাচ্ছে পুড়ে
              মন্দ লোকের দোষ
              চোখে আছে লোভ লালসা
              জ্বলবে সকল রোষ!


টাকা পয়সা ধন দৌলত
বলোনা আমার আমার
মৃত মানুষের ঠিকানা শ্মশান
পড়ে তোমার খামার!


              ভোরের আলো মন জানালায়
              লাগুক খুশির রোদ
              লোভ হিংসা ভুলেই তুমি
              হৃদয়ে জাগবে বোধ!


মিথ্যে তুমি বলছো শুধুই
সম্পদ হলেই বাঁচি
লোভ লালসা ছেড়েই বলো
সুখেই আমি আছি!


   ****