অনুকবিতা  -   লুকোচুরি
****************


রোদ্দুর মেঘের লুকোচুরি
চলছে সারা বেলা
সাঁঝের আগেই ঘনায় আঁধার
খেলছে বৃষ্টি খেলা।


সুখের সময় হারিয়ে গেছে
করছি কঠিন লড়াই
বৃষ্টি নিয়ে মনের সুখে
করবে না কেউ বড়াই ।


        *******


অনুকবিতা  - গাঁয়ের বধূ
*****************


হলুদ শাড়ি গাঁয়ের বধূ
লাজুক তার আঁখি
মধুর হাসিতে সোহাগ ভরা
দুনয়ন মেলে দেখি।


রিনিক ঝিনিক নূপুর বাজে
ছন্দে দোলে মন
বঁধূর ওষ্ঠে চাঁদ নেমেছে
তুমি কী আপনজন!


        *******


অনুকবিতা - মেঘের ভেলা
******************


টাপুর টুপুর জলের ধারা
পড়ছে সারাটা দিন
উষ্ণ প্রকৃতি হবে সদয়
বাজুক খুশির বীণ।


বর্ষা আকাশ মেঘের ভেলা
বইছে মধুর হাওয়া
ছন্দ খুঁজে কাব্য লিখি
খুশিতে গান গাওয়া।


        *******


অনুকবিতা  -  মরা স্বপ্ন
***************


নিয়ন আলো ঝিমিয়ে আছে
রাত্রি নীরব হলো
ভোরের আলো জাগবে এবার
উঠে দরজা খোলো।


শ্রম হারিয়ে শ্রমিক মানুষ
দেখে মরা স্বপ্ন
আর কতদিন উপোস দেবে
সুখের খোঁজে মগ্ন!


       *******


রচনাকাল - ১২|০৬|২০২০ (সবকটি)