মাটির বুকে কান্না ফেলি
মাটিই টেনে নেয়
ঐ মাটিতেই ফলিয়ে ফসল
দু'মুঠো অন্ন দেয়।


মাটি মোদের হৃদয় জননী
বোঝে দুঃখ ব্যথা
মাটির ঋণ করবো শোধ
এ কী স্পধা কথা!


বাজুক বীণা এই মননে
মাটিতে লাগাও গাছ
শস্য শ্যামলা ভারত ভূমি
করছে খুশিতে নাচ।


মাটির গন্ধে প্রাণটা ভরে
কৃষক পাবে দাম
রোজ দুবেলা জুটবে ভাত
বাঁচুক দেশের গ্রাম।


নতজানু হয়ে করি প্রণাম
এটাই ভারতের মাটি
ফসলে মাঠ উঠছে ভরে
সোনার ফসলই খাঁটি।


          ******


রচনাকাল  - ০২|০৪|২০২২