আমরা গরীব আমরা মানুষ
আছে মান ও সম্মান
গরীবের ঘর মাটিতে শোয়া
আছে বোধ অপমান।


স্বপ্ন আছে হৃদয় জুড়ে
কষ্ট করেও বাঁচি
হাসি পেলেও আসে না হাসি
তবুও বেঁচে আছি।


ঝড় বৃষ্টি শীত গরমে
দুঃখের নেই শেষ
মাথার উপর খোলা আকাশ
কাটে না ক্লান্তি ক্লেশ!


আকাশে এসেছে বর্ষার মেঘ
ভয়ে কাঁপছে বুক
অতি বৃষ্টিতে যাবেই ভেসে
জীবনের সব সুখ।


মান সম্মান ধুলোয় মিশিয়ে
কী সুখ তোমরা পাও
আমরা মানুষ নই যে পাথর
ছুঁয়েই স্পর্শ নাও!


       ******


রচনাকাল - ১০|০৬|২০২২