মধ্য রাতে জ্বলছে মশাল
গর্জে উঠেছে নারী শক্তির দল
মোমবাতি মিছিল অনেক হয়েছে আর নয়।

মধ্য রাত পাহারা দেয় নারী
খোলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি
তবুও কারুর ঘরে ফেরার তাড়া নেই।

ক্ষত বিক্ষত তোমার নিথর শরীর
গর্জে উঠেছে গোটা বাংলা -
মধ্য রাতেও নিদ্রাহীন নারীর দল।

স্টেথোস্কোপের ধুকপুক শব্দ থেমে গেছে
পাথর শরীরে প্রাণ নেই -
মধ্য রাতের গর্জন ক্রমশ বেড়েই চলেছে।

          ******

রচনাকাল -
১৪ই আগস্ট ২০২৪