ছোট ছোট নৌকাগুলো ভেসে চলেছে আপন খেয়ালে
সঙ্গতিহীন জীবনকে টেনে নিয়ে যাচ্ছে মধ্যবিত্তের কান্না
প্রাকৃতিক নিয়মে চলে জোয়ার ভাটার খেলা
নদীর ঘোলা জলে সুখ খুঁজে বেড়ায় ওরা!


শীতের মৌতাত বুকে জড়িয়ে মানুষ ছুটে যায় নদী সাগরে
কঠোর শ্রমে যখন ক্লান্ত তখনই সবাই  একটুখানি মুক্তির চায়
একটুখানি খুশি পেতে মাথা উঁচু করে আকাশ দেখা
ছন্দময় জীবনের আলো খুঁজতে বেরোয় সাধারণ মানুষ।


দুচোখ জুড়ে ভারী পাওয়ারের চশমায় দুর্বিষহ জীবন দেখা
নদীর ঢেউয়ের তালে তালে শরীরটাকে ভাসিয়ে দিতে চায় সব্বাই
রোদ চশমাগুলো ক্রমশ ঘোলাতে হয়ে যাছে ...
অন্ধকার জীবনে একটু আলোর সন্ধান পেতে চায় মানুষ।


ভাঙাচোরা মন থেকে আর হাসি বের হতে চায় না
নদীর জলে শরীর ডুবিয়ে উল্লাস করতে চায়
চোখের নীচের কালি কবে উঠবে কেউ জানে না
বাঁধভাঙা ঢেউ ভেঙে এগিয়ে চলেছে লক্ষ কোটি অসহায় মানুষ।


          *******


রচনাকাল – ১৩/০২/২০২১