মধ্যবিত্তের সুখের বারান্দা আজও ভালো আছে তো?
গ্রীষ্মের তপ্ত দহনে পুড়ে যাচ্ছে মধ্যবিত্তের সুখ –
সবুজ বনানীর বুক ঝলসে গেছে তীব্র রোদ্র তাপে।


নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যে হাঁপিয়ে উঠেছে মধ্যবিত্ত
নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এই দুর্বিষহ সময়ে –
একটুখানি সচ্ছন্দ জীবনের খোঁজ কেউ কী দিতে পারবে?


মেঠো পথে উড়ছে বৈশাখী ধুলো ঝড়ের হাওয়া -
চোখের ভিতর ঢুকছে রাশি রাশি ধুলো বালি ময়লা
তবুও বাঁচার তাগিদে মধ্যবিত্ত মানুষ এগিয়ে চলেছে দাঁতে দাত চেপে।


কতোটা হাঁটতে পারবে জানে না, তবুও চলতেই হবে –
অভুক্ত পেটে আকাশের রামধনু রঙ ভাল লাগবে কী?
সূর্য ডুবে গেছে গোধূলির শেষ আলোটুকু মুছে দিয়েই।


রাতের জ্যোৎস্নার সাথে দখিনা হাওয়ার অপূর্ব আবেশ মিশে যায়
পরিশ্রান্ত মানুষ আকাশের নক্ষত্রদের সাথে গল্প করে সারা রাত
কারণ গরীব মধ্যবিত্তের কষ্টের কথা শোনার লোক কোথায়?


      *******


রচনাকাল – ১৪/০৪/২০২১