অন্ধকারে একা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ
খোলা আকাশটা তারায় ঝলমল করছে
শরতের স্বচ্ছ মেঘমুক্ত আকাশ –


রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান –
দেবীপক্ষের সূচনা দিয়েই শুরু হয় মা দূর্গার আবাহন
গঙ্গার ঘাটে ঘাটে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ।


আঁধার ছুঁলেই শিউলি ফুলের গন্ধটা আরও মায়াময়
রাত নামলেই কাশফুলগুলো কেমন কালো হয়ে যায়
অনেকটা অভুক্ত মানুষের মুখের মতো।


শিশির নামছে নিঃশব্দে অন্ধকার ভেদ করে -
জোনাকির শব্দ ক্রমশ মিলিয়ে যাছে দূরের কাশবনে
অবুঝ নদীর জল বয়ে চলেছে তার নিজস্ব গতিতে।


চোরাবালির পিছুটানে হারিয়ে যাচ্ছে মানুষের মুখের হাসি
মা দূর্গা, তুমি নাকি দশভুজা, ফিরিয়ে দাও মানুষের বাঁচার অধিকার
হাসতে দাও আগের মত ঠিক যেমন কাশফুল হাসে।


    *********


রচনাকাল – ০৫/১০/২০২১