সাদা পাতার উপর কলমের নিঃশব্দ আঁচড়
জন্ম নিচ্ছে এক একটা মহা মূল্যবান শব্দ
কবির কল্পনায় ভরে উঠছে নীল কালো রঙের সাদা ক্যানভাসে
ভাবনার আলোকে আলোকিত হয় লক্ষ কোটি অক্ষর।


এভাবেই সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যের ভান্ডার
শুধু বাংলা কেন সারা পৃথিবীর কবি সাহিত্যিক
জন্ম দিয়ে চলেছে তাঁদের অসীম অমর কাব্যমালা
কালিদাস, সেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, নজরুল সব্বাই সাহিত্যের মহীরুহ।


কেউ কেউ জীব দশাতেই হয়ে গেছেন অমর
তাঁদের অমর সৃষ্টিতে অসহায় মানুষও প্রাণ পেয়েছে
নতুন জীবনের সন্ধানে বেঁচে ওঠে সব মানুষ
সাহিত্যের মাধুর্যে ডুবে থাকে কোটি কোটি সাহিত্য প্রেমী।


সাদা পাতার এমন মহিমা আছে ক’জন জানে, বোঝে!
রঙ করা জীবন নয়, রাতের পর রাত জেগে সৃষ্টি হয় অমর লেখনী
কবি সাহিত্যিকদের জীবন হয় কষ্টের, দুঃখেরও ...
আমরা যারা অতি সাধারণ তারাই শুধু বুঝতেই পারি না
অতি যন্ত্রণার মধ্যেও কলম দিয়ে বেরিয়ে আসে এক একটি মহাকাব্য।।


        *******


রচনাকাল – ০৫/০৮/২০২০