কালের স্রোতে হারিয়ে গেছে
আমার মামা বাড়ি
মামা মামী গেছেন মারা
কোথায় আদর আড়ি!


শৈশব দিন স্মৃতির পাতায়
বারবার দেয় উঁকি
সোনালী অতীত হাতছানি দেয়
তাঁরা দিয়েছে ফাঁকি।


মায়ের সাথে মামা বাড়ি
যেতাম ছোট্ট বেলায়
খুশি মজা উৎসব গানে
হারিয়ে যেতাম খেলায়।


খোলা উঠোন রাতের আকাশ
পড়তো জ্যোৎস্না আলো
দখিনা হাওয়ায় জুড়াতো প্রাণ
হোকনা আঁধার কালো।


অভাব ছিল মামা বাড়ি
তবুও সবাই খুশি
খেজুর গুড়ের বরফি পাটালি
পেলেই মুখে হাসি।


খোলা মাঠে যাত্রা হত
মামা বাড়িতে মেলা
লোক জুটতো হাজার হাজার
যাত্রা দেখার বেলা।


   ****


রচনাকাল – ১৪/০৬/২০২০