শহর জুড়ে কান্না মিছিল
শহর জুড়ে রোদ
শুভ বুদ্ধির মানুষগুলোর
হারিয়ে গেছে বোধ!


বোকা মানুষ আজও বোকা
ঠকায় সভ্য শহর
কান্নাগুলো যায় মাড়িয়ে
দেখায় অহং বহর!


মরা মানুষ রাজপথে পড়ে
ছুঁয়েও দেখেনা কেউ
বিংশ শতাব্দী পেরিয়ে গেছে
লেগেছে নতুন ঢেউ।


চাঁদের আলোয় উৎসব করে
জোনাকিরা দেয় আড্ডা
সভ্য মানুষ হাসবে কখন
দেখো সামনে গাড্ডা!


চালাক মানুষে গিয়েছে ভরে
তবুও শহর একা
কান্না কুড়িয়ে ফিরছে ঘরে
মিছিল মানুষ বোকা!


  ****


রচনাকাল – ০৪/১২/২০২০