মনের নদীতে উঠেছে তুফান
কখন হবে শান্ত
উদ্ধত পুরুষ পরাজয় নিয়ে
তবেই হবে ক্লান্ত!


মুক্ত হাসিতে উঠুক ভরে
এই ধরণীর ভূমি
হৃদয় ব্যথা ভুলবে সবাই
পাবে বাঁচার জমি!


অশুভ সময় এসেছে দাঁড়িয়ে
খোলা জানালার পাশে
অহং ভেঙে দেব গুঁড়িয়ে
বলেই মুচকি হাসে!


বাতাসে লেগেছে হিমের পরশ
মানুষ পেয়েছে ভয়
অহং ভুলে কান্না লুকিয়ে
কেমনে করবে জয়!


মানুষ এখন হয়েছে রোবট
ভুলেছে অতীত কথা
লোভী মানুষ লোভের বসে
বাড়ছে হৃদয়ে ব্যথা!


ঘোর অমানিশি জীবন ভেলায়
হবে কী পৃথিবী ধ্বংস
লোভ লালসায় পুড়ে ছারখার
বাঁচবে কী আগামী বংশ!


    ******