একটা মিষ্টি সকালের প্রত্যাশায় বসে থাকি প্রতিটি রাত
ঘুমের স্বপ্নগুলো ক্রমশ জীবন্ত হয়ে ওঠে ...
হিমেল বাতাস রোদ্দুর মাখছে সারাটা সকাল
অনুপম শোভায় ঝরে পড়ে ভোরের মোলায়েম শিশির!


অলিন্দে দাঁড়িয়ে পাইচারি করছে শীতের রোদ্দুর
শরতের উদাসীন মেঘ এখন আর নেই –
পরিষ্কার নির্মল আকাশে শুধুই হিমেল হাওয়ার পরশ
ছেঁড়া ছেঁড়া মেঘের দস্যিপনা থেকে মুক্ত সাদা বকের দল!


সুদূর দিগন্ত জুড়ে কুয়াশার চাদরে ঢেকে গেছে ...
রঙ বাহারি ফুল শীতের আমেজ মাখে সারাদিন
সমস্ত রাত্তির কেটে যায় মায়াবী স্বপ্নের হাত ধরে
অপরূপ সোনালী স্বপ্নে বিভোর হয় মধ্যরাত!


সমস্ত ভাবনায় মিশে আছে ভোরের নীরব শিশির
মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে সুখী অনুভুতির মত -
শরীরটাকে ফানুসের মত উড়িয়ে দিলেই জীবন চলবে না
ভালোবাসা বিশ্বাস অঙ্গীকার স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে বারবার!


          *******