পিঠটা এবার ঠেকেছে দেওয়ালে
চোখ বুজলেই অন্ধ
ভুখা রোদ্দুরে আর কতদিন
মানুষ পোড়ার গন্ধ!


হিমেল বাতাসে কান্নার ঢেউ
মানুষ হয়েছে বোবা
মুখের হাসিতে করুণ রাগিণী
‘করোনা’ মেরেছে থাবা।


জীবনের রঙে মরা গোধূলি
ফিরবে ছন্দে মানুষ
আশায় বাঁচে বোবা কথারা
চালাক মানুষও ফানুস।


আকাশের বুকে রামধনু রঙ
ছড়ায় খুশির আলো
দুহাত বাড়িয়ে বলছে মানুষ
মোদের করো ভালো।


দুঃখের বেসাতি হয়েছে নিলাম
সুখের ঘরে চুরি
পিঠটা এবার ঠেকেছে দেওয়ালে
মেরোনা প্রভু ছুরি!


      ****