বোবা কথারা ছটফট করে বোবা কান্নায়
নীল জল ছুঁয়ে দাঁড়িয়ে আছে গোধূলির মলিন সূর্য
সুখের মিছিলে উদাস পৃথিবী আজও হাসে
ঠান্ডা বাতাসের সাথে মিশে যাচ্ছে হিমেল রাতের কান্না।


কৃষকের বিছানা কখনো গরম হয় না
যেন জল বরফের শীতল আস্তরণ  -
শিশির সিক্ত ঘাসে গঙ্গা ফড়িং উড়ছে মনের আনন্দে
সময়ের কণ্ঠস্বর থেমে যাবে কখন কে বলতে পারে!


উদাসীন চোখ খুঁজে বেড়ায় পরশপাথরের মোহে
পৌষ মাস, ঠান্ডা বাড়ছে, আবার লকডাউনের চোখরাঙানি  -
ঘন কুয়াশায় ডুবে যাচ্ছে দারিদ্র্যের সোহাগ।


চেনা মুখ, চেনা মানুষ, তবুও সবই অচেনা লাগে
নদীর জলে ছপাৎ ছপাৎ শব্দে ঘুম ভাঙে নিঃশব্দ রাত্রির
পাণ্ডুলিপির অবুঝ শব্দগুলোর মত হারিয়ে যায় মানুষের ভাষা।


          *******


রচনাকাল - ০১/০১/২০২২