গঙ্গার ঘাটে ঘাটে ভাসছে সন্ধ্যা প্রদীপ -
জলের ঢেউয়ের তালে তালে দুলছে আলোকমালা
এমন অপরূপ শোভা না দেখলে বিশ্বাস হয় না।


অন্তহীন শূন্যতায় ভেসে চলা জীবনের মত ...
হালকা হিমেল বাতাস গঙ্গার বুক চিরে বেরিয়ে আসে
জলের প্রতিবিম্বে ভেসে ওঠে প্রদীপের শিখা।


অমানিশি আঁধার পেরিয়ে সৃষ্টি হয় আলোকবর্তিকা
মনের অন্ধকার দূর করে নব চেতনায় উজ্জীবিত আমজনতা
যতদূর দৃষ্টি যায় শুধুই আলোর শোভা গঙ্গার দু’কূল জুড়ে।


ধুলোবালির গভীরে ঢাকা পড়ে থাকে মানুষের কান্না
দুঃখ যন্ত্রণায় কাতর এই অসহায় মানব জীবন –
প্রদীপ শিখার মতই মানুষ বাঁচতে চায় এই পৃথিবীর বুকে!


           ********