চোখের পলক থমকে গেছে
অশ্রু হয়েছে নদী
পাহাড়ও গলে যাবে একদিন
সামনে আসতো যদি।


চৈত্র বাতাসে কোকিল গাইছে
বসন্ত দিনের গান
কান্না এবার থামিয়ে দেখো
হৃদয়ে জাগবে প্রাণ।


ব্যঙ্গ করে বলছে প্রকৃতি
মানুষের নেই মুক্তি
চোখের জলে বানাবো সাগর
যতই দেখাও যুক্তি।


ঠিকানা খুঁজছে অভুক্ত মানুষ
ক্লান্ত চৈত্র রোদ
শুষে নিয়েছে শরীরের রক্ত
সবটাই প্রতিশোধ!


ক্ষত বিক্ষত মানুষের মুখ
জীবন এক ইতিহাস
সুখের অলিন্দে কোজাগরী চাঁদ
কেন করো পরিহাস!


      *******


রচনাকাল  - ২২|০৩|২০২২