গভীর ক্ষতে কঠিন অসুখ
যায় না দেখা তাকে
অশ্রু নদী যাবে শুকিয়ে
অচিন আঁধার বাঁকে।


যমুনার জল গঙ্গায় মেশে
গঙ্গার জল পদ্মায়
রোগের ক্ষত সারা বিশ্বে
নীরবে কেমনে ছড়ায়।


মৃত্যু মিছিল থামবে কবে
জানে না দুনিয়ার কেউ
শোকের কান্না ক্ষতের গভীরে
এসেছে বিষাদ ঢেউ।


ভোরের শিশিরে খুশির ছোঁয়া
সব্বাই পেতে চায়
দুঃসহ দিন হবে অবসান
হৃদয় দিচ্ছে সায়।


মানুষের পাশে আছে ঈশ্বর
ধরবে সবার হাত
হিন্দু মুসলিম খ্রিষ্টান জৈন
দেখে না কোনো জাত।


       ******


রচনাকাল  - ১১/০১/২০২২