দুষ্টু মানুষ নষ্ট সমাজ
ধর্মে চড়ায় রঙ
মানুষই শুধু জাত নিয়ে
দেখায় কত ঢঙ্!


রক্ত দিয়ে প্রাণ বাঁচাও
তখন দেখেনা কেউ
জাত ধর্মে বজ্জাতি সব
লাগে অচিন ফেউ!


মানুষের পাশে দাঁড়িয়ে যদি
ধরো তাদের হাত
দুচোখ মুছে বলবে ওরা
ঈশ্বর দেবে সাথ।


সুখের কাব্য ভাষা হারিয়ে
নীরব কেন রয়
জাত দেখে চিনবে মানুষ
আসবে জেনো ভয়!


গোপন কথা বলছি শোনো
মুক্তি যদি চাও
অধরা সুখ আসবে নীড়ে
মানুষকে বুকে নাও।


       *******


রচনাকাল  - ২১/০২/২০২১