কবিতা  -  মানুষ
*******************


ভাঙা ঘরে দেবতা ঘুমায়
মানুষ আছে জেগে
হট্টগোলে যাবে ভেঙে ঘুম
ভীষণ যাবে রেগে।


পাথরের বুকে জন্মায় গাছ
তবুও জাগেনা ঈশ্বর
পাথরের চোখেও ঝরে অশ্রু
মানুষই কেবল নশ্বর।


দুহাত পেতে চায় ভিক্ষা
লক্ষ কোটি মানুষ
দুমুঠো অন্ন দাওনা খেতে
নইলে জীবন ফানুস।


ধুলোর পৃথিবী বড়ই কঠিন
মানুষ হয়েছে অন্ধ
অভাব তাদের খাচ্ছে গিলে
তোমার দুয়ারও বন্ধ।


হৃদয়ের তরী চলেছে বয়ে
মানুষ আজ উদভ্রান্ত
দিশাহীন পথে দেখাও আলো
ওরা বড়ই ক্লান্ত।


          ********


রচনাকাল  -  ০৯|০৬|২০২০



কবিতা  - সুখ হয়েছে চুরি
************************


থমকে দাঁড়িয়ে কঠিন সময়
থমকে দাঁড়িয়ে ভোর
ভালোবাসা আজ বলছে ডেকে
খুলেছি হৃদয় দোর।


একমুঠো খুশি লুকিয়ে আছে
সবার হৃদয় মাঝে
অল্প খুশিতে বাঁচবো সবাই
ব্যস্ত সকাল সাঁঝে।


জীবন প্রদীপ মিটিমিটি জ্বলে
সুখ হয়েছে চুরি
কঠিন সময় হার মেনেছে
হৃদয়ে গেঁথেছে ছুরি।


বুকের গভীরে অহরহ কাঁদে
বোঝেনা সেকথা কেউ
এক জীবনে সুখ চেয়েছি
তবুও এসেছে ঢেউ।


সাগরের ঢেউ ভাসিয়ে দিয়েছে
জীবনের ক্ষণিক সুখ
ভালোবাসা আজও আঁকড়ে বেঁচে
শুকিয়ে গিয়েছে মুখ।


          *********


রচনাকাল  -  ০৫|১০|২০১৯