কবিতা  -  মেরুদণ্ডহীন
****************


পিয়ানোর টুংটাং শব্দটা বড়ই মধুর লাগে
জীবনটা যদি এমনই মধুর হতো -
ভাবতে ভাবতে হারিয়ে যাই গহীন অন্ধকারে।


দুঃখের চোরা স্রোত টানতে টানতে নামিয়ে আনে কঠিন বাঁকে
জুয়া খেলার মত জীবনটাকে ধরেছি বাজি -
যদি একবার অন্ততঃ ঘুরে দাঁড়াতে পারি।


বিষণ্ণ রোদে পুড়ে যাচ্ছে হৃদপিন্ড -
সংসারী মানুষ সুখ খোঁজে চিরকাল
তারপর একটা সময় পিঠের মেরুদণ্ড বেঁকে যায়।


সকাল সন্ধ্যে এরা দেবতার পায়ে মাথা ঠোকে
দেবতা ফিরেও তাকায় না, সময় কোথায়?
সেই একই ছবি সারাটা বছর- বন্যা, খরা, অনাহার।


মেরুদণ্ড থেকেও মাঝে মাঝে মনে হয় মেরুদণ্ডহীন
গুমোট অন্ধকার রাতে অভিমানে চোখের জল মুছি -
স্মৃতির পাতায় অবুঝ কান্নাগুলো নীরবে উঁকি দেয়।


               **********


রচনাকাল  -  ০৪\০৪\২০২০


****************
     কবিতা  -  নাগপাশ
****************


মৃত্যু ছুঁয়ে আছে মানুষের জীবন
নাগপাশ থেকে মুক্তি কবে!
নিজের অজান্তে লিখি স্বেতপত্র
কান্না পুড়ে যায় চিতার আগুনে।


তবুও বাঁচতে ইচ্ছে করে  -
কেউ কী খুলে দেবে অভিশপ্ত নাগপাশ
বুক ভরে নেবো মুক্ত বাতাস ...


নিঃশ্বাসে আছে বিষের থলি
পূর্ণিমা চাঁদও কলঙ্ক নিয়ে বাঁচে
আমরা বাঁচতে চাই
মানুষের মতো -
মাথা উঁচু করে আজীবন ...


      ********


রচনাকাল  - ০৭|০৫|২০২০