চড়া রোদ্দুরে পুড়ছে ওরা
শরীরের বেরোয় ঘাম
রক্ত তুলে খাটছে যারা
নেই তো তাদের দাম।


মসনদে আজ নেই তো রাজা
সবাই গরীব প্রজা
অসৎ মানুষ রাজা সেজে
গরীবকে করে সোজা।


লুটছে ওরা গরীবের ধন
যা কিছু আছে সম্বল
কঠিন শীতে পায় না ওরা
লেপ কিংবা কম্বল।


হৃদয় অলিন্দে কোজাগরী চাঁদ
দেখে নি আজও কেউ
মসনদ দখল না করেও
তুলছে অশান্তির ঢেউ।


সারাটা জীবন পুড়ছে মানুষ
উড়ছে রক্তের ছাই
সত্যি রাজাকে নামাল পথে
মসনদ শুন্য তাই।


     *****


রচনাকাল  - ১৪|১০|২০২২