ডুকরে কাঁদে দুধের শিশু
ঘরে বড়ই অভাব
বুকের পাঁজর শুকিয়ে গেছে
কোথায় খাটাবে প্রভাব!


ধন দৌলত লুটছে ওরা
যাদের আছে বল
ছিনিয়ে নেবে এক নিমেষে
দেখাবে নানান ছল!


দুধ শুকিয়ে সাহারা মরু
হয়েছে  মায়ের বুক
কোথায় পাবে দুমুঠো ভাত
কোথায় আছে সুখ!


ভোরের আলোয় বেরিয়ে পড়ে
চাষের জমিতে কাজ
শিশুকে দেবে সোহাগ আদর
দুঃখ ভুলিয়েছে লাজ!


ফসল কাটে পুরুষ নারী
মা ওদের মাটি
সকাল সাঁঝে খাটে ওরা
মাটির গন্ধ খাঁটি।


    ********


রচনাকাল - ০৮/১২/২০২০