জোয়ারের টানে ভেসে যাচ্ছে সব কিছু ...
তোমার শরীরী নৌকায় শুয়ে দেখেছি আকাশ
জোনাক জ্বলা অন্ধকারে অসংখ্য তারাদের হাতছানি
নদী মোহনা থেকে মাঝ সমুদ্র ভেসেছি অবিরাম।


মাটির জীবন ক্ষয় হতে হতে আজ নিঃস্ব ...
অন্ধ পথিকের মত শুধু অনুভব করেছি স্পর্শ
ভালোবাসার বারান্দায় সোনালী রোদ্দুর ছিল অবিরাম
তোমার অপার্থিব হাসিতে ভুলেছি দারিদ্র্যের ক্ষত।


বুকের মানচিত্রে আঁকা ছিল অনন্ত সুখ -
হেমন্তের মিঠে রোদ্দুরে ঝরে যায় অসংখ্য পাতা
ডানা ভাঙা পাখির মত মনে হয় নিজেকে
জোয়ারের টানে সুখ ভেসে গেছে অবেলায়।


সারস পাখির ঠোঁটে লেখা এক বুক অভিমান
ছেঁড়া পাতায় গচ্ছিত রেখেছি অনুপম ভালোবাসা
নিজের আবেগ হতাশা লুকিয়েছি শীতের নরম রোদে
মাঝ দরিয়ায় ভাসতে ভরসা পাই না আগের মত।।


               *********