মাটির কথা লিখতে গিয়ে
ধরেছি মরমী কলম
যে মাটিতে রক্ত লেগে
কেমনে লাগাবো মলম!


রক্তে ভেজা মাটির বুকে
স্বপ্ন হয়েছে চুরি
মাটির কথা থাকবে গোপন
পিছনে মারবে ছুরি?


মাটির কথা মনের কোণে
সদাই মারে উঁকি
দেশটা স্বাধীন করতে গেলে
নিতেই হবে ঝুকি।


অশ্রু মুছে বলতে পারো
মাটি কেন লাল
যুদ্ধে যারা করলো লড়াই
তাদেরই করুণ হাল।


মাটির দিকে তাকিয়ে ভাবি
কতো প্রাণ বলিদান
স্বাধীন দেশ স্বাধীন মাটি
তবুও কাঁদে প্রাণ।


      **


রচনাকাল  - ৩১|০৮|২০২২