দুয়ার ছুঁয়েছে মায়ের চরণ
মাথা নত করি তাই
মা যে হল বিশ্ব জননী
তাঁর তুলনা নাই।


মাটিতে গড়া মায়ের প্রতিমা
পায় যখনি প্রাণ
ধরাধামে নামে শান্তির ছায়া
সবই মায়ের দান।


আঁচল ছায়ায় ঘুমায় মানুষ
গরীব কিংবা ধনী
জাতের বিচার করে না জননী
সব্বাই নয়ন মনি।


একই মাটি একই বাতাস
তবু কেন হানাহানি
শান্তি দাও গো মা জননী
তোমাকে যে সবাই মানি।


ফুল মালায় ধূপ ধুনোতে
তোমায় করি স্মরণ
মাটির প্রতিমারও আছে হৃদয়
দিও মা তোমার চারণ।


       ******


রচনাকাল  - ০৭|০৯|২০২২